৪৮ তম বিসিএস সিলেবাস এবং সার্কুলার

- আপডেট সময় : ০৩:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশীদের আগ্রহের মূলে রয়েছে এখন ৪৮ তম বিসিএস সিলেবাস এবং ৪৮ তম বিসিএস সার্কুলার। ২০০৬ সালের পর এবারই অর্থাৎ ২০২৫ সালে এই স্পেশাল শিক্ষা ক্যাডারে বিসিএস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই পরীক্ষাটিকে স্পেশাল বলার কারণ হচ্ছে অন্যান্য সাধারণ পরীক্ষায় প্রিলির পর ৯০০ এবং ১১০০ নম্বরে একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ৪৮ তম বিসিএস সার্কুলার এ শুধুমাত্র ২০০ নম্বরের প্রিলি পরীক্ষার পর সরাসরি মৌখিক পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ যারা কিনা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সরাসরি ভাইভা পরীক্ষায় উপস্থিত হতে পারবেন। আর চাকরির প্রত্যাশীদের বিসিএস এর জন্য সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই লিখিত পরীক্ষা।
কোন কোন ক্যাডারে লোকবল নিয়োগ করা হবে
যেহেতু এটি একটি স্পেশাল বিসিএস সার্কুলার যেটি কিনা শুধুমাত্র প্রভাষক এবং ডাক্তার পদে লোকবল নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ অন্যান্য ক্যাডার যেমন পুলিশ কমিশনার, ম্যাজিস্ট্রেট, রাষ্ট্রদূত, এসি ল্যান্ড ইত্যাদি পদ গুলোতে কোন ধরনের লোকবল নিয়োগ দেয়া হবে না এই ৪৮ তম বিসিএস সার্কুলারের মাধ্যমে। যাবে কিনা সরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করতে যান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
৪৮ তম বিসিএস সিলেবাস 48th BCS Syllabus
যেকোনো পরীক্ষার এই প্রস্তুতি নেওয়ার জন্য দরকার যথাযথ প্রস্তুতি এবং সঠিকভাবে সিলেবাস অনুসরণ করা। যাবে কিনা ইতিমধ্য আগেও এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের হয়তো সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু যারা সদ্য অনার্স শেষ করেছেন কিংবা এবারে প্রথম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে ৪৮ তম বিসিএস কবে হবে সেটা জানার পাশাপাশি সিলেবাস সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন। ইতিমধ্যে এই সিলেবাস প্রকাশিত হয়েছে। আপনাদের জন্য নিচে সেটি উপস্থাপন করা হলো।




৪৮ তম বিসিএস সার্কুলার কবে প্রকাশিত হবে 48th BCS Syllabus Circular
৪৮ তম বিসিএস কবে হবে সে নিয়ে অনেকের মনে নানা ধরনের আগ্রহ রয়েছে। আবার কেউ কেউ সার্কুলারের অপেক্ষায় রয়েছেন। মোট ৩৭১৩ টি পদের এই সার্কুলার টি খুব দ্রুতই আসবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোনা যাচ্ছে যে চলতি বছরের ডিসেম্বর মাসে এপ্রিলেমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে মে মাস প্রায় শেষের দিকে। তাই আশা করা যাচ্ছে যে ৪৮ তম বিসিএস সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হবে।
বিসিএস পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন
৪৮ তম বিসিএস সিলেবাস জানার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ। যেহেতু এই পরীক্ষায় কোন লিখিত এক্সাম হবে না তাই তুলনামূলকভাবে বেশ প্রতিযোগিতাও হবে। ২০ নম্বরে এপ্রিলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাংলা ইংরেজি, সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, ও তথ্যপ্রযুক্তি), গণিত, মানসিক দক্ষতা নৈতিকতা ইত্যাদি বিষয়ক প্রিপারেশন নিতে হবে।
আবার যারা জানতে চান যে ২০০ নম্বরের মধ্যেও সর্বনিম্ন কত নম্বর পেলে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এই নম্বরের আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটি নির্ভর করে প্রত্যেকটি সার্কুলারের পরীক্ষার্থী, নম্বর, মেধা তালিকা ইত্যাদির ওপর। তবে আশা করা যায় ২০০ এর মধ্যেও ১৭০ থেকে ১৮০ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে। বিগত বিসিএস পরীক্ষাগুলো থেকে এমনটি ধারণা পাওয়া যায়।